Skip to main content

ধাঁধাঁ ও বুদ্ধি পর্ব - ১

ধাঁধাঁ ও বুদ্ধি পর্ব - ১


১) কাঁচা আম না, নেংরা আম না, পাঁকা আম না, এমনকি হারমোনিয়ামও না বলুনতো এটা কোন আম?
উত্তর: স্টেডিয়াম

২) দিবার সময় কষাকষি, ভিতরে গেলে মন খুশি বলুনতো এটা কি?
উত্তর: মেয়েদের হাতে চুড়ি পড়ানো

৩) ঘুরি ফিরি যুদ্ধ করি মরিবারতরে ছুঁলে সে মরে, না ছুঁলে সে মরে না উত্তর: হা-ডু-ডু খেলা

৪) গেরুয়া বসন গায়, খুলিতে বসন তার চোখে পানি এসে যায় লোকে কেঁদে খেতে চায় বলুনতো এটা কি?
উত্তর: পেঁয়াজ

৫) লাল বাবু হাটে যায়, বিনা দোষে মার খায় বলুনতো এটা কি?
উত্তর: ঢোল

৬) তেল চকচক পাতা, ফলের উপর কাঁটা পাঁকলে হয় মধুর মতো মিষ্টি, বিচি গোটা গোটা এটা কি?
উত্তর: কাঁঠাল

৭) লজ্জায় মরে বেটি টগবগাইয়া চাইয়া থাকে, ছুঁলে পরে বুইজা পরে বলুনতো এটা কি?
উত্তর: লজ্জাবতী গাছ

৮) যেখানেতে উৎপত্তি, সেখানেতে নয় বাস ভ্রমণেতে আসলে পরে ঘটায় সরবনাশবলুনতো এটা কি?
উত্তর: বাতাস

৯) এমন এক জীব আছে তাদের এক ভিটায় শত শত ঘর এটা কি?
উত্তর: মৌমাছি মৌচাক

১০) শিশুর মুখে মায়ের মুখে আমরা তাকে খুঁজি, ভুবন নাকি যায় ভোলানো করলে তারে পুঁজি বলুনতো এটা কি?
উত্তর: এটা হলো হাসি

১১) শিরোপতি অগ্নিকুণ্ড, পেট ভরা পানি নাভি তার চুষে লোকে একি আজব কল এটা কি?
উত্তর: এটা হলো হুক্কা

১২) ভাষা আছে কথা নাই শব্দ আছে সাড়া নাই প্রাণীর কাছে থাকে কিন্তু নিজের প্রাণ নাইএটা কি?
উত্তর: এটা হলো বই

১৩) রাজার ছেলে হাটে যায়, একশটা জামা গায় বলুনতো এটা কি?
উত্তর: বাঁধাকপি

১৪) বলুনতো কোন্ মাছি ওড়ে নাউত্তর: ঘামাছি

১৫) উপর থেকে আসলো পাখি ক্যাচ ক্যাচ করে, মরা পাখি ধান খায় কট কট করে বলুনতো এটা কি?
উত্তর: ঢেঁকি


Comments

Popular posts from this blog

ধাঁধাঁ ও বুদ্ধি পর্ব - ৯

ধাঁধাঁ ও বুদ্ধি পর্ব - ৯ ১) পানির মধ্যে জন্ম যার, পানিতে ঘরবাড়ি। ফকির নহে, ওঝা নহে – মুখে আছে দাড়ি। বলুনতো এটা কি? উত্তর: চিংড়ি মাছ। ২) আচ্ছা বলুনতো দেখি – পাখা নাই উড়ে চলে, মুখ নাই ডাকে, বুক নাই আলো বেরয়, চেন নাকি তারে? উত্তর: মেঘ। ৩) খাল বিল শুকিয়ে গেল গাছের মাথায় পানি রইল। বলুনতো এটা কি? উত্তর: ডাব, নারিকেল। ৪) আচ্ছা বলুনতো দেখি – তুমি রইলা ডালে আমি রইলাম খালে, তোমার আমার দেখা হবে মরণের পড়ে। এটা কি? উত্তর: মরিচ আর মাছ। ৫) আচ্ছা বলুনতো দেখি – কালিদাস গোপালকে কানে কানে কয় – কার লেজ কেটে দিলে ব্যঞ্জনবর্ণ হয়? এটা কি? উত্তর: কলেজ। ৬) মুখ থেকে বের হয় রক্ত কালো কালো, শিক্ষিত জনের কাছে সে বড় ভাল। বলুনতো এটা কি? উত্তর: কলম। ৭) দুই ঠ্যাং ছড়াইয়া – মাঝে দিলাম ভরিয়া। আপন কাজ সারিয়া- দিলাম পরে ছাড়িয়া। এটা কি? উত্তর: যাতি। ৮) আইলাম যে কাজে, বলিনাইতা লাজে। মধুভরা আছে তোমার দু ঠ্যাং এর মাঝে। বলুনতো এটা কি? উত্তর: গাভীর দুধ। ৯) আগায় লাগে লোনা লোনা গোড়ায় লাগে মিষ্টি। যদি না বলতে পারো তুমি আমার বউ। এইটা কি? এইত বড় বিপদে ফেলছ। ঠিক আছে আমি তোমার বউ হ...

ধাঁধাঁ ও বুদ্ধি পর্ব - ১৪

ধাঁধাঁ ও বুদ্ধি পর্ব - ১৪ ১) নাক তার চার হাত, চোখ দুটো ছোট তার, চাল খাড়া দুটি কুলে নড়ে বারবার। দড়ি এক গাছি দেখ পেছনে দুলছে, মুখের দুই দিকে দুটি দাঁত সাথে নিয়ে চলছে। উত্তর: হাতি। ২) নৌকা নহে জ্বলে চলে শূন্যতেও চলে। দিনেতে দেখি না তারে, দেখি নিশাকালে। এমন অদ্ভুত সৃষ্টি কে দেখেছো ভাই, দেখিলে কি নাম তার বলো দেখি তাই! উত্তর: জোনাকি। ৩) তুমি রইলে ডালে, আমি রইনু জলে। দেখা হবে মোদের মরণের কালে। উত্তর: মাছ ও মরিচ। ৪) পরের ঘরে জন্ম আমার দেখতে আমি কালো, তবু আমার মিষ্টি কণ্ঠ সবাই বাসে ভালো। উত্তর: কোকিল। ৫) প্রথম দুটো সবার জানা, সবটা আমি জানি। শেষ দুটোতে চলছে জল, আগা গোড়ায় পানি। উত্তর: জানালা। ৬) প্রথম দুইয়ে নতুন মানে, শেষের দুইয়েতে ওজন মনে। মরুর জাহাজ মধ্যের দুই, চারে মিলে বৈজ্ঞানিক ছুঁই। উত্তর: নিউটন। ৭) প্রথম ও তৃতীয় ছাড়লে, কান থাকে না। দ্বিতীয় ও তৃতীয় ছাড়লে মান থাকে না। উত্তর: কামান। ৮) পা নেই মাথা নেই, আছে তিন হাত। তিন হাত ঘোরায় সে সারা দিন রাত। উত্তর: ঘড়ি। ৯) পা নেই হাত নেই, বুক দিয়েই চলে। নিজেকে গোপন করে, অন্যের পরশ পেলে। উত্তর: শামুক।...